ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

ফোনে স্যানিটাইজার লাগিয়ে নিজেকে পিপদে ফেলছে না তো?

মহামারির এই সময়ে হাতের ফোনটিও নিরাপদ নয়। ভাইরাস যাতে ফোনে না থাকে এজন্য অনেকেই স্যানিটাইজার দিয়ে তা পরিষ্কার করে থাকেন। তবে জানেন কি, এতে ফোনের কতটা ক্ষতি হচ্ছে? বিজ্ঞানীরা দাবি করেন, স্টেইনলেস স্টিল, কাচ আর নোটের উপর প্রায় ২৮ দিন পর্যন্ত টিকে থাকতে পারে করোনা ভাইরাস। এই খবর প্রকাশ্যে আসতেই স্যানিটাইজার স্প্রে করা শুরু করেছেন মানুষ। ঘন ঘন স্যানিটাইজারে ক্ষতি হচ্ছে দামি ফোনটির। প্রথমত, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারটি ফোনের উপর পরলে স্ক্রিন, হেডফোন জ্যাক এবং স্পিকার খারাপ হবে। এক গবেষণায় জানা গেছে, ফোন মেরামত কেন্দ্রে মানুষের আনাগোনা বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যারা ফোন নিয়ে মেরামত কেন্দ্রে যাচ্ছেন তারা বহুবার স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করেছেন ফোন।


মেরামতকারীদের মতে, ফোনগুলো এমনভাবে পরিষ্কার করা হয়েছে যে স্যানিটাইজার হেডফোন জ্যাকটিতে প্রবেশ করে। ফোনের অন্দরমহলে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। স্যানিটাইজার দিয়ে ফোনটি পরিষ্কার করা হলে আপনার ফোনের রং পরিবর্তন হতে পারে। অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার ফোনের ডিসপ্লে এবং ক্যামেরার লেন্সকে ক্ষতি করতে পারে। এটি ফোনের ডিসপ্লেকে হলুদ করে দেবে।

ads

Our Facebook Page